× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে নোয়াখালীতে পুলিশের শোডাউন

নোয়াখালী প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:১৭ এএম

নোয়াখালীতে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে  জেলা পুলিশের শোডাউন ও চেকপোস্ট বসানো হয়েছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)  দিনব্যাপী ভাসানচরসহ জেলার ১০ থানায় পৃথক পৃথক স্থানে এ শোডাউন ও চেকপোস্ট বসানো হয়। 

জানা যায়, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, নারী নির্যাতন, মাদক, অস্ত্রবাজি, অস্থিতিশীলতা, নৈরাজ্যের বিরুদ্ধে ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষে সকল থানা এলাকার বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল, পিকআপ ও পুলিশের অন্যান্য গাড়ির সন্নিবেশে মোটরকেড শোডাউন এবং চেকপোস্ট বসানো হয়। এছাড়াও আগামী ৯ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে সর্বস্তরের জনপ্রতিনিধি ও সর্বসাধারনের সাথে কিশোরগ্যাং,ইভটিজিং, সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃংখলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে সংবাদ সারাবেলাকে বলেন, আমরা চাই একটি সুন্দর নোয়াখালী। যেখানে কোনো অপরাধ থাকবেনা। মানুষের মাঝে বন্ধন থাকবে। তাই আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে নিয়মিত শোডাউন ও চেকপোস্ট বসানো হবে। এছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সমাজ সুন্দর করতে সবার ভূমিকা আবশ্যক।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.