× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় ৩১৬৮ জন আনসার মোতায়েন

গাইবান্ধা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২২, ০৭:৫৬ এএম । আপডেটঃ ০১ অক্টোবর ২০২২, ০৭:৫৬ এএম

গাইবান্ধার জেলার সাত উপজেলায় ৬০৮ পূজা মন্ডপে ৩১৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর)  হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।

জানা যায়, গাইবান্ধা জেলার  ৬০৮টি পূজা মন্ডপের মধ্যে সদর উপজেলায়  ১৩৭টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১৩৭টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৭টি, পলাশবাড়ী উপজেলায় ৬২টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৪টি, সাঘাটা উপজেলায় ৬১টি এবং ফুলছড়ি উপজেলায় ১৭টি মন্ডপে দুর্গাপুজা শুরু হয়েছে। এর মধ্যে ১০৫টি মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ এবং ১৫৮টি মন্ডপ গুরুত্বপূর্ণ এবং বাকি ৩৪৫ মন্ডপ সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে জেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট  রেজাউল  ইসলাম বলেন, মন্ডপের দুর্বলতার উপর ভিত্তি করে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপের ক্ষেত্রে আনসার ও ভিডিপির ৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ পূজা মন্ডপের জন্য আনসারের ৬ জন সদস্য ভিডিপি জড়িত এবং সাধারণ মন্ডপের জন্য আনসারের ৪ জন করে সদস্য দায়িত্বপালন করবেন ।



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.