× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনী‘র বিনামূল্যে চিকিৎসা সহায়তা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০২:০৫ এএম

দুর্গম পাহাড়ি এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সারে ১১ টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মইঘ্যা কার্বারি পাড়া এলাকার বাবুছড়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি সেনা রিজিয়ন আয়োজিত ও দীঘিনালা ৪ইবি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের ব্রিগেড কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি, এনডিসি, পিএসসি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪ইবি দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ, পিএসসি, খাগড়াছড়ি সেনা ব্রিগেডের জিটুআই মেজর জাহিদ হোসেন, পিএসসি, ৫নং বাবুছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা। 

এ সময় ৪ইবি দীঘিনালা সেনা জোনের মেডিক্যাল কর্মকর্তা ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, এএমসি নেতৃত্বে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ কার্যক্রমে খাগড়াছড়ি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ও বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারেরা রোগী দেখেন।

সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা ক্যাম্পে আসা বাবুছড়া বাজার এলাকার আলো রানী চাকমা (৪০) বলেন, ‘আমি কয়েক সপ্তাহ প্রচন্ড চোখ জ্বালাপোরা নিয়ে ভুগছিলাম, আজকে আর্মির ডাক্তার বললো আমার চোখ ওঠা রোগ হয়েছে। কিছু পরামর্শ দিলেন। পাশাপাশি আমাকে বিনামূল্যে ঔষুধ দিয়েছেন।’

উপজেলার বাবুছড়া ইউনিয়নের মইঘ্যা কার্বারি পাড়া এলাকার জ্ঞান রঞ্জন চাকমা (৬৫) বলেন, ‘দীর্ঘদিন থেকে হাটু ব্যাথায় ভুগছি। হাটা চলা করতে খুব কষ্ট হয়। টাকার অভাবে চিকিৎসা করাতে পাড়ি না। সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পের কথা শুনে স্কুল মাঠে এসেছি। ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ঔষুধ পেয়েছি। এখন আশা করছি ভালো ভাবে চলাফেরা করতে পাড়বো।’

সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্পে খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের ব্রিগেড কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি, এনডিসি, পিএসসি সাংবাদিকদের বলেন, ‘খাগড়াছড়ির দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা পৌছে দিচ্ছে সেনাবাহিনী। চিকিৎসা সহায়তা ক্যাম্পে চক্ষু রোগের বিশেষজ্ঞ ডাক্তার বাদেও অন্যান্য রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আসা হয়েছে। যাতে করে এই মানুষগুলো খুব সহজেই চক্ষু রোগ সহ শারীরিক নানান রোগের চিকিৎসা নিতে পারে।’ 

ছবি: পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দূর্ঘম মইঘ্যা কার্বারী পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের ব্রিগেড কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.