× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি-লুঙ্গি বিতরণ

বরিশাল ব্যুরো

০৫ অক্টোবর ২০২২, ০৫:৩৫ এএম

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কাঠালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কচুয়া সর্বজনীন দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ ও মন্দিরে অনুদানের অর্থ প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব আতিকুর রহমান রুবেল। এছাড়াও তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৪ টি দুর্গা মণ্ডপে ব্যক্তিগত অনুদান প্রদান করেন।

আতিকুর রহমান রুবেল বলেন, পৃথিবীর বুকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দাঁড়িয়ে আছে বহু ধমর্, বণর্, গোত্র, পেশা ও আদশের্র সম্ভাবনাময় এক বাংলাদেশ। যে বাংলাদেশে সব ধমের্র মানুষ একসঙ্গে, একচেতনার অধীনে থেকে বাস করে। সে চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা। বাংলার ইতিহাসে কখনো কোনো ভেদাভেদের সংস্কৃতি ছিল না।

আর তাই আমরাও এই ধারা অব্যাহত রাখব। কখনো এই বাংলার মাটিতে বৈষম্যকে ঠাঁই দেব না। যেভাবে এতদিন আমরা এই মহান বাঙালি জাতি সাম্প্রদায়িকতা থেকে দূরে ছিলাম, সেভাবেই আজীবন আমরা সকল ধমের্র মানুষের সাথে সম্প্রীতির সঙ্গে বসবাস করব এই পবিত্র ভূমিতে। আর বিশ্বের বুকে ছড়িয়ে দেব অসাম্প্রদায়িক বাংলাদেশের এই মহান আদর্শ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.