× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে ৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০৬:৩৮ এএম

দীর্ঘ আট ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সাজেক সড়কের যান চলাচল। পাহাড় ধসে পড়া এলাকায় কোনো বসতি না থাকায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ির সাথে বাঘাইছড়ি বাঘাইহাট-সাজেক সড়কের শুকনা নন্দারাম এলাকায় পাহাড় ধসে সড়কের ওপর পড়লে এ অবস্থার সৃষ্টি হয়। ফলে বুধবার (৫ অক্টোবর) সকাল থেকে সাজেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
পর্যটন কেন্দ্রটিতে বেড়াতে আসা কয়েক হাজার পর্যটকসহ আটকা পড়ে শতাধিক যানবাহন। এ সময় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 
পরে বুধবার বেলা ১১টা থেকে সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় লোকজন। দীর্ঘ আট ঘণ্টা পর সড়ক থেকে মাটি সরানো হলে আবার স্বাভাবিক হয় যান চলাচল। 
এর আগে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দরাম পাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাহাড় ধসে পড়া এলাকায় কোনো বসতি না থাকায় ঠিক কখন এ ধসের ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.