× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে রাতের আঁধারে ইট বালু ফেলে ব্যবসা প্রতিষ্ঠান দখল নেয়ার চেষ্টা

মাদারীপুর প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০৭:২৩ এএম

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে মেসার্স হাওলাদার ফার্মেসী এন্ড হাওলাদার ডায়াগনষ্টিক সেন্টারের সামনে রাতের আঁধারে ইট বালু ফেলে দোকান ঘর বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনা ঘটে মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে।

ভুক্তভোগী ব্যবসায়ী সাদেক হাওলাদারের দুই ছেলে খোকন হাওলাদার ও আল আমিন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘ ৪২ বছর যাবৎ ৭৬নং পাঙ্গাশিয়া মৌজায় ভূরঘাটা কানকিনি মহাসড়কের কালকিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা ২০০০ সালে কালকিনি পৌরসভার অনুমতি নিয়ে প্লান অনুমতিসহ টিনসেট বিল্ডিং নির্মাণ করি এবং নিয়মিতভাবে পৌরসভার ভ্যাট ট্যাক্স কর পরিশোধ করে আসছি। কয়েক দিন যাবত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে বিভিন্ন রকম উস্কানী ও হুমকি মূলক কথা ও দোকানঘর ভেঙ্গে ফেলার হুকমি দিয়ে আসছিল প্রতিপক্ষরা। আমরা হাঙ্গা, দাঙ্গামা পছন্দ করি না তাই আইনের উপর সম্মান রেখে ফৌজদারী কার্যবিধী মোতাবেক এই স্থানটিতে ১৪৪ ধারা জারি করি। তার পরেও গতকাল (৪ অক্টোবর) রাত তিনটার দিকে প্রতিপক্ষ পাঙ্গাশিয়া গ্রামের এসলাম শিকদার ও তাঁর ছেলে সুমন শিকদার, খলিল শিকদার, মাসুদ শিকদার আমাদের দোকানের সামনে ইট বালু ফেলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। আমরা আইনের প্রতি সম্মান করে থানায় একটি অভিযোগ দিয়েছি।’

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.