× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোবিন্দগঞ্জে লোকালয়ে বণ্যপ্রাণী হনুমান

গাইবান্ধা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০৭:৫৬ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হঠাৎ বণ্যপ্রাণী লোকালয়ে, কয়েক দিন ধরেই বড় আকারের হনুমান লোকালয়ে দেখা যাচ্ছে। কখনও মোবাইল টাওয়ারে, কখনও গাছে, কখনও বাড়ির ছাদে ঘোরাফেরা করছে। 

বণ্য প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় অনেকেই উৎসুক হয়ে দেখতে ভিড় করছেন। অনেকে আবার যাদের বাড়িঘরের ছাদে অবস্থান করছেন তারা আছেন আতংকে। 
বুধবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের ডাচবাংলা ব্যাংকের উপর চার তালায় মোবাইল টাওয়ারে উঠলে পৌর এলাকার মানুষজনের নজরে আসে। এরপর গাছ বেয়ে নেমে আসেন পাশের বটগাছে। 
এছাড়াও উপজেলার কামারদহ ইউনিয়নের নয়া পাড়া মোবাইল টাওয়ার, গোবিন্দগঞ্জ ডাকবাংলো,গোবিন্দগঞ্জ গরুহাটিতে হনুমান, বানর চলাফেরা করতে দেখা যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন জানান, আমি বণ্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন,যেহেতু এই হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে,সেহেতু কেউ তাকে বিরক্ত না করলে আপনা- আপনি তার স্থানে ফিরে যাবে। সে ক্ষেত্রে সকলকে দুরুত্ব বজায়ে রেখে অবস্থান করার পরামর্শ দেন তিনি ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.