× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থী কমেছে বিদ্যালয়ে

ব্রীজ ভেঙ্গে দুর্ভোগে শিক্ষার্থীসহ ৭ গ্রামের মানুষ

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২২, ০৩:২১ এএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২২, ০৬:৪০ এএম

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি জনগুরুত্বপূর্ণ ব্রীজ ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন ৭ গ্রামের গ্রামের শতশত মানুষ। মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজার সংলগ্ন খালের এ ব্রীজটি টানা দুই বছর ভগ্ন দশায় থাকা অবস্থায় এটিকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

এক মাস পূর্বে পুরোপুরি ভেঙ্গে পড়ে। ফলে নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক ও শিশু শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। দুর্ভোগে পড়েছেন ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্রীজটি ভেঙ্গে পড়ার পরে স্থানীয়দের উদ্যোগে সর্বসাধারণের পারাপারের বিকল্প ব্যবস্থা এখন নৌকা। পার হচ্ছেন সকলে ৫টাকা দিয়ে। জানা গেছে, মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজার সংলগ্ন এ ব্রীজটি ২৫ বছর পূর্বে নির্মীত হয়। বিশারীঘাটা, নিশানবাড়িয়া, খাউলিয়া, বাদুরতলা, মধ্য বিশারীঘাটাসহ ৬টি গ্রামের শতশত মানুষ অহরহ ব্রীজটি ব্যবহার করছেন। সেই সাথে রয়েছেন ৬টি শিক্ষা প্রতিষণ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী। তারা এখন ঝুকি নিয়ে উঠছেন নৌকায়।

১৮৯নং বাদুরতলা ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খানম বলেন, ব্রীজটি ভেঙ্গে পড়ায় তার বিদ্যালয়ে খ্ষিার্থীর সংখ্যা অনেক কমেছে। একই কথা বলেন স্থানীয় বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামও। বুধবার দুপুরে কথা হয় নৌকায় পারা হওয়া ৯ম শ্রেণির ছাত্রী শিক্ষার্থী ১০ শ্রেণির ছাত্র রুহুল আমীন শেখ, তন্বী আক্তার, মরিয়ম আক্তার, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইমু, সাইফুল ইসলাম কবির বলেন, ব্রীজ ভেঙ্গে যাওয়ার কারনে তারা ঝুকি নিয়ে নৌকা পার হয়ে স্কুলে যাচ্ছে। দ্রুত ব্রীজটি নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা বলেন, ব্রীজটি ভেঙ্গে পড়ার পরে নৌকায় বিকল্প পারাপারে ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পারাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল হক বলেন, ব্রীজটি ভেঙ্গে পড়ার পরে দ্রুত নতুন ব্রীজ নির্মানের প্রস্তাব করা হয়েছে। যা এখন প্রকৃক্রিয়াধীন আছে। শীঘ্রই ব্রীজের টেন্ডার হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.