× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেহেরপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি

১০ অক্টোবর ২০২২, ০৪:৪৪ এএম

সরকারী চাকুরিতে ৩০%  মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, আবেদনের সময়সীমা ৩৫ বছর, সম্মানী ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধি সহ ৭ দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল কমিটির সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি আবুল লায়েস লাভলু, নুরুন্নাহার বানু, মুজিবনগর শাখার সভাপতি শুকুর আলী, প্রমূখ

এ সময় বক্তারা বলেন দেশ স্বাধীনে যাদের গুরত্বপূর্ণ ভূমিকা ছিলো তারা আজ বড়ই অবহেলিত। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্য থেকে জৈষ্ঠতার ভিত্তিতে অন্তত একজনকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে কমপক্ষে তাদের ৫০ টি সংরক্ষিত আসন সৃষ্টি করতে হবে। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনীর নামে ভাতা চালুরও দাবি জানান তারা। 

মানববন্ধনে জেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধারা অংশ নেয়। 



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.