× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ দফা দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সিরাজগঞ্জের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

১০ অক্টোবর ২০২২, ০৮:১২ এএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ৩০% মুক্তিযোদ্ধা কোটা সকল পর্যায়ে পুনর্বহাল, সংরক্ষণ, আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রমোশন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমোশন দেয়াসহ চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা* সহ ০৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১০ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি মোঃ কিবরিয়া হাসান রিপন এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি রাশিদা খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজুল ইসলাম ফিরোজ সহ আরো সকল সদস্য উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধনে  নেতৃবৃন্দ ও বক্তরা তাদের বক্তব্যে বলেন,  ৩০% মুক্তিযোদ্ধা কোটা সকল পর্যায়ে পুনর্বহাল, সংরক্ষণ, আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রমোশন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমোশন দেয়াসহ চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা। বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃত ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাশ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রেনী ও মর্যাদা নির্ধারন সহ সকল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বল্প সুদে ঋন ও সম্মানী ভাতা ৫০০০০ টাকার দাবি সহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ০৭ দফা দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.