× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে আগুনে পুড়ে ৫ দোকান ছাই

পটুয়াখালী প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২২, ০৫:৩২ এএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২২, ০৭:৫৬ এএম

পটুয়াখালীতে ৪ স্টেশনারী দোকান ও ১ টি হোটেল অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে শহরের ১ নং ওয়ার্ডে ২ নং বাঁধঘাটবাজার-  এর দক্ষিন পার্শ্বে ৯৭ নং জৈনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অগ্নিকান্ডে পাঁচটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।রাত আনুমানিক ২ টার দিকে এ অগ্নিকান্ডর ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

আগুন লাগার ঘটনা চারিদিকে ছড়িয়ে পরলে বাজারের পাশের ধানসিঁড়ি,আউড়্ড়া পোল এবং টাউন জৈনকাঠির এলাকার প্রায় শতেক লোক এসে আগুন নেভানোর চেষ্টা করে।আগুন লাগার পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের পটুয়াখালী স্টেশন কর্মকর্তা ফিরোজ আহম্মদ বলেন,সর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে প্রাথমিক ধারণা করছি।

২ নং বাঁধঘাট বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার ঘরে প্রায় ২৫ লক্ষ টাকার বিভিন্ন ধরনের স্যানিটারি মালামাল রাখা ছিল, সবই পুড়ে ছাই হয়ে গেছে। অন্য নুদী দোকানী কাওসার ইসলাম বলেন,তার প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।হোটেল ব্যবসায়ী হাসান বলেন, তার প্রায় ৪ লক্ষ টাকার ঘর হোটেলের সব মালামাল আগুনে পুড়ে ছাই গেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.