× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘূর্ণিঝড় সিত্রাং: বরিশালে ৩ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো

২৫ অক্টোবর ২০২২, ০৫:১৯ এএম

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের পাশাপাশি হয়েঝে ঝড়।  সিত্রাং এর প্রভাবে বরিশালে এ পর্যন্ত মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তথ্যমতে, বিভাগের ভোলা জেলার দৌলতখানে ঘরচাপায় এক বৃদ্ধা ও চরফ্যাশনের শশিভূষণে গাছচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৫ অক্টোবর) দৌলতখান ও চরফ্যাশন উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করছেন।

দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, ঝড়ে দৌলতখান পৌরসভায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঝড়ের মধ্যে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঘরের ওপর গাছ পড়লে বৃদ্ধা নিচে চাপা পড়েন।  নিহত নারীর নাম বিবি খাদিজা (৮০) বলে জানা গেছে। তিনি দৌলতখান পৌরসভায় মৃত গোলাম মোস্তফার স্ত্রী।

চরফ্যাশনের মনিরুল ইসলাম (৩০) স্বর্ণ ব্যবসায়ী ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে নিহত হয়েছেন। তিনি উপজেলার এওয়াজপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান।

অপরদিকে, বরগুনায় ঘরের ওপর গাছ পড়ে শতবর্ষী এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত নারীর নাম আমেনা খাতুন (১১৫) ঐ এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা প্রশাসন জানিয়েছে , সোমবার রাত ৮টার দিকে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে ঘরের পাশে থাকা একটি চাম্বলগাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এ সময় ঘরে থাকা আমেনা খাতুন ঘটনাস্থলেই মারা যান। তবে পরিবারের অন্য কারও ক্ষতি হয়নি। নিহতর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার হবে বলেও জানান জেলা প্রশাসন। 

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে উপকূলীয় এ অঞ্চলে রোববার মধ্যে রাত থেকে সোমবার মধ্যে রাত পর্যন্ত প্রচন্ড বৃষ্টি ও মাঝে মাঝে হালকা বাতাস বইলেও তা স্থায়ী হয়নি। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে সূর্যের আলো দেখা গেছে। তবে বরিশাল নগরীতে বিদ্যুৎ স্বাভাবিক হলেও বিভাগের কিছু কিছু উপজেলায় এখনও বিদ্যুৎ যাওয়া আসা করছে। বেশকিছু উপজেলায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.