× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২২, ০০:০৩ এএম

ফেনীতে মেয়ের আঘাতে বিবি ফাতেমা (৫৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই  পরিবারের আরও ৪ নারী আহত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে জেলার  দাগনভূঞা উপজেলার বেতুয়া গ্রামের এ ঘটনা ঘটেছে।

 পরিবারের সদস্যদের মধ্যে জিনের আছর থাকায় একে অপরের উপর হামলা করেছে বলে দাবি করেছে নিহতের স্বজনরা।ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক  চাঞ্চল্যের দেখা দিয়েছে।
 
নিহত ফাতেমার স্বজনরা জানায়, বেশ কয়েকদিন যাবৎ ফাতেমার নাতনী লাবলীকে নোয়াখালীর সেনবাগস্থ নিজ বাড়িতে জিনে ধরে। 

সোমবার বিকালে তাকে চিকিৎসা করানোর জন্য দাগনভূঞা সদর ইউনিয়নের বেতুয়া গ্রামের নানার বাড়িতে নিয়ে আসা হয়।

 রাতে কথা বলাবলির এক পর্যায়ে জিনে ধরেছে বলে মা-মেয়েকে পারস্পরিক দোষারোপ করে। 

কথাকাটাকাটির এক পর্যায়ে মা ও মেয়েদের মাঝে মারামারি শুরু হয়। এতে ফজলুল হকের স্ত্রী ফাতেমার মৃত্যু হয়।

এ ঘটনায় ফাতেমার মেয়ে রোকসানা আক্তার (৪০), খালেদা আক্তার (১৯), কুলসুম আক্তার (২৪) ও নাতনী ফাহমিদা সুলতানা সুবর্ণা (১৭) গুরুতর আহত হয়।

খবর পেয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ নিহত ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। 

আহত সুবর্ণা ও খালেদাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি ও রোকসানা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু এ বিষয়ে প্রতিবেশিরা তেমন কোন তথ্য দিতে পারছেনা। এমতাবস্থায় ঠিক কিভাবে ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছেনা।
 
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। আহতদের ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি জানান,প্রতিবেশি ও আহতরা বিষয়টিকে ‘জিন’র হামলা বলে দাবি করছে। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.