× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ মশার কয়েল কারখানায় অভিযান

২৬ অক্টোবর ২০২২, ০৮:২১ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধ মশার কয়েল কারখানা এবং ফিলিং স্টেশনে তেলের পরিমান কম দেয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

জানা গেছে,  অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ফারকো কেমিক্যাল (ব্রান্ড-ফারকো), দিঘীরহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ (১) ধারায় ১,০০,০০০/- ( এক লক্ষ) টাকা জরিমানা ও আনুমানিক ২০০ কার্টুন মশার কয়েল ধবংস করা হয়। এছাড়া মৌসুমি ফিলিং স্টেশন, দিনাজপুর রোড, গোবিন্দগঞ্জ, গাইবান্ধার প্রতি ১০ লিটার পেট্রোল ইউনিটে পরিমাপে  ৯০ মিলি কম প্রদান করার অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। 

এ নিয়ে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভুমি), গোবিন্দগঞ্জ এস এম আব্দুল্লাহ- বিন- শফিক। 

প্রসিকিউটর ছিলেন মোঃ দেলোয়ার হোসেন,  ফিল্ড অফিসার ( সিএম) ও  মোঃ আলমাস মিয়া, পরিদর্শক ( মেট), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের  প্রসিকিউটর  মোঃ দেলোয়ার হোসেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.