× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ায় ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৩:৫৭ এএম

 বগুড়ায় শনিবার কাহালুর কচুয়া গ্রাম থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত তাজুল ইসলাম বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের আবু বক্করের ছেলে। তিনি মুড়ি মাখা বিক্রি করতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ষ্টেশন ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ আমিনুল ইসলাম। 

এস আই আমিনুল ইসলাম জানান, তাজুল কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ি তালোড়া পূর্বপাড়া গ্রামে বাড়ি করে পরিবারসহ বসবাস করছেন। মাঝে মাঝে তার গ্রামের বাড়ী বানদীঘিতে যেতেন।  শুক্রবার তার তালোড়ায় আসার কথা ছিল। কিন্তু রাতে বাড়ি ফিরেননি। পরে স্থানীয়দের খবরে সকালে তালোড়ার আগের এলাকা কচুয়া গ্রামে তার ট্রেনে কাটা মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহ পূর্ব থেকে পশ্চিম দিকে ছেঁচড়ে গেছে। মরদেহের পা পাওয়া যায়নি। খুব সম্ভবত শিয়াল বা কোনো জন্তু নিয়ে গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে রাতের ট্রেনে তাজুল কাটা পড়েন। কারণ সকালে ছিল বগুড়া মুখী কলেজ ট্রেন। রাতের সবশেষ রংপুর এক্সপ্রেস গিয়েছে ঢাকায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন,  আমরা মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.