× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালীগঞ্জে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৪:২০ এএম

লালমনিরহাটের কালীগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন নয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রতিষ্ঠানের মানহানী এবং ব্যবস্থাপনা পরিচালককে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়ায় ব্যাংকটির শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক  ইউপি সদস্য রুহুল আমিন নয়া।  

সংবাদ সম্মেলনে তিনি  বলেন, শিয়ালখোয়া এলাকায় বিভিন্ন  জাতের সবজিসহ কৃষি বাণিজ্যিক এলাকা হলেও নেই কোন ব্যাংক। জনপ্রতিনিধি হিসেবে এলাকার কৃষক ও ব্যবসায়ীদের জন্য আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা চালু করি। এর মাধ্যমে সহজ শর্তে কৃষক ও ব্যবসায়ীরা ঋণসহ সঞ্চয় করার সুযোগ পাচ্ছেন। ঋনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে ব্যাংকটির জোনাল অফিস। হাতের কাছেই ব্যাংকিং সুযোগ পেয়ে অল্প সময়ের মধ্যে বেশ সুনাম অর্জন করে এ এজেন্ট শাখাটি।

তিনি আরও বলেন,  ব্যাংকটির ভাবমূর্তি ক্ষুন্ন  করতে একটি কুচক্রি মহল মিথ্যা অভিযোগ তুলে আমার বিরুদ্ধে  গত ২৭ অক্টোবর সন্ধায় স্থানীয় পল্লী চিকিৎসক হিতেন্দ্রনাথ একটি সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে ওই পল্লীচিকিৎসক বলেন,  ঘুষ না দিলে ঋন মেলে না কিন্তু বাস্তবে এ ধরণের কোন কর্মকান্ডে আমি লিপ্ত নেই। ওই পল্লীচিকিৎসকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন হওয়ায় আমার এবং আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.