× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধা হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপির সমাবেশে যাত্রা, তদন্ত কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৮:০৬ এএম । আপডেটঃ ৩০ অক্টোবর ২০২২, ০৮:৪১ এএম

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের  যোগ দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 রবিবার (৩০ অক্টোবর) দুপুরে এ বিষয়ে  তিন সদস্যের কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ববধায়ক ডা: মাহাবুব হোসেন।

তিনি জানান ডা: গোলাম মোস্তফাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। একই সাথে তিন কার্যদিবসের মধ্যে এ প্রতিবেদন দাখিল করার নির্দেশেও দেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২৯ অক্টোবর শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে গাইবান্ধা জেলা শাখার ছাত্রদলের নেতাকর্মীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালের একটি সরকারী এম্বুলেন্স নিয়ে যায়। এসময় ছাত্রদলের নেতা কর্মীরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়।
এ নিয়ে ব্যাপক সমালোচনার মু্খে পড়েন হাসপাতাল কতৃপক্ষ। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে দায়িত্বে থাকা এ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমানসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.