× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিহাতীতে মাদক সেবনের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা

টাঙ্গাইল প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২২, ০৮:৫৬ এএম

মাদক সেবনের প্রতিবাদ করায় টাঙ্গাইলে কালিহাতীতে যুগান্তরের সাংবাদিক তারেক আহমেদের উপর হামলা করেছে মাদক সেবীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার বিল পালিমা গ্রামে এ ঘটনা ঘটে। পরে হামলাকারিদের নামে তারেক আহমেদ বাদি হয়ে কালিহাতী থানায় লিখিত অভিযোগ করলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তরা হচ্ছেন, একই গ্রামের মৃত মীর রবি হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০)।

তারেক আহমেদ দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক মজলুমের কণ্ঠের স্টাফ রিপোর্টার এবং ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ইমরান হোসেনসহ বেশ কয়েকজন মাদক সেবী সাংবাদিক তারেক রহমানের চাচার উঠানে নিয়মিত গাঁজাসহ মাদক সেবন করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা সাংবাদিক তারেক আহমেদকে হুমকি দেয়। তারেক আহমেদ বিষয়টি ইমরান হোসেনের ভাইকে অবগত করলে তারেকের উপর হামলা করে ইমরান। এ সময় তাকে বেধরক মারধর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারেক আহমেদসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে ইমরান হোসেন পালিয়ে যায়।

তারেক আহমেদ বলেন, ইমরান হোসেন সন্ত্রাসীদের নিয়ে আমার বাড়ির পাশে মাদক সেবন করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তারা আমার উপর হামলা করে। আমি আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর বলেন, অভিযোগ পাওয়ার পর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.