× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রিজন ভ্যান থেকে রোহিঙ্গা আসামির পলায়ন, পাঁচ পুলিশ প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২২, ০৯:৪৪ এএম

উখিয়া থেকে কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে এক রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। কারণ বিষয়টি নিয়ে নানা আলোচনা সমলোচনা মোড় নিয়েছে মিড়িয়া পাড়ায়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার (২৯ অক্টোবর) ১২ জন আসামি উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে তাকে পলিথিন দিতে গেলে সেই সুযোগে অন্য এক রোহিঙ্গা আসামি পালিয়ে যায়। 

তিনি আরও জানান, ওই প্রিজন ভ্যানে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.