× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুব শীঘ্রই পদ্মা সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল চালু হবে: মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২২, ০৭:৪৭ এএম

মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেনডিজিটাল ব্যাবস্থা আছে বলেই আজ আমরা পৃথিবীকে হাতের মুঠোয় পেয়েছি। রাস্ট্র ব্যাবস্থা আজ দ্রুত সময়ের মধ্যে সকলের হাতের কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছিএটা সম্ভব হয়েছে একমাত্র ডিজিটাল পদ্ধতি চালু করার মধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল দেশকে ডিজিটাল বাংলাদেশ করার। তখন ডিজিটাল সম্পর্কে একটি মহল বিভিন্ন মন্তব্য করতেন। আজকে দেশের ডিজিটাল ব্যাবস্থার সুযোগ সকলেই ভোগ করছেনএকটি দল ডিজিটালের বিরুদ্ধে সরাসরি বিদ্রুপ করত সেই দলের দন্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে ডিজিটাল কানেকশন ব্যাবহার করে এদেশে রাজনীতি করছেএই সুযোগ পেয়েও তারা কৃতজ্ঞতা স্বীকার করেনা

তিনি শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন

মন্ত্রী আরও বলেনআমরা খুব শীঘ্রই পদ্মা সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল দেয়ার ব্যাবস্থা চালু করব। পদ্মা সেতুতে টোল দিতে কোন গাড়ি আর দারিয়ে থাকবে না। এই পদ্ধতিতে চালুর ফলে ঘন্টার পর ঘন্টা সময় সাশ্রয় হবে। দেশে ইতিমধ্যে ক্যাশলেস সোসাইটির প্রক্রিয়া চালু করার প্রস্তুতি চলছে। এতে করে কারো সাথে টাকা বহন করতে হবে না। দেশে আজকে ডিজিটাল ব্যাবস্থা কোথায় গিয়ে পৌছেছে তা আপনারা হয়ত উপলব্ধি করতে পারছেন। করোনা কালীন সময়ে দেশে যদি ডিজিটাল পদ্ধতি চালু না থাকত তাহলে দেশটা স্থবির হয়ে যেত। সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা ব্যাবস্থার উপর জোর দিয়েছেন। তবে প্রযুক্তির ব্যাবহার যেন যথাযথ হয়,শিক্ষার্থীরা যেন ডিজিটাল ব্যাবস্থার অপব্যাবহার না করে সেদিকে অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে। ডিজিটাল ব্যাবস্থার ভাল ব্যাবহারের দিকে আমাদের সকলের তদারকি একান্ত প্রয়োজন। ডিজিটাল ব্যাবস্থার উদ্ভাবনী যেন রাষ্ট্রের জন্য কল্যানকর হয় সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখা প্রয়োজন

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাধবী রায় প্রমুখ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.