× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহনপুর পর্যটনের সামনে চলছে ব্যতিক্রমী কুটির শিল্প মেলা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২২, ০৯:১৩ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনের সামনে শুরু হয়েছে নারীদের কুটির শিল্পের ওপর প্রশিক্ষণ ও উন্নয়নমূলক মেলা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী৷

নারী উদ্যেক্তা সোসাইটির মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি শামীমা কবির ও সহ-সভাপতি রাবেয়া খাতুনের আয়োজনে বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামীকাল।

মেলায় নারী উদ্যেক্তাদের  নিজস্ব তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী স্থান পেয়েছে। এ মেলায় ৩২ টি স্টলে কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদার গুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রীসহ শত শত আইটেম নিয়ে বান্দরবন, রাজশাহী, ঢাকা, রংপুর, যশোর, চট্রগ্রাম ও খুলনা জেলার নারী উদ্যেক্তারা অংশগ্রহণ করেন৷ মেলা আরও ২/৩ দিন বাড়তে পারে বলে জানিয়েছেন নারী উদ্যেক্তা সোসাইটির মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি শামীমা কবির ও সহ-সভাপতি রাবেয়া খাতুন৷ 

তারা বলেন, আমরা চাঁদপুর তথা মোহনপুর পর্যটনে এই প্রথম কুটির শিল্পমেলা শুরু করলাম, এখানকার পরিবেশ খুব চমৎকার ৷ মেলায় নারী উদ্যেক্তারা যারা অংশগ্রহণ করেছেন তারাও খুশি এমন চমৎকার পরিবেশ দেখে৷ তাই আমরা আগামীতে এখানেই ১০ দিনব্যাপী কুটির শিল্পমেলা করার পরিকল্পনা করছি৷ তার সাথে চলমান এই মেলা আরও ২/৩ দিন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছি আমরা৷

ঢাকা বিভাগ থেকে  আসা  শরিফ আইমান হস্তশিল্পের মালিক এস এম সাহিদুল ইসলাম বলেন, আমি মোহনপুর পর্যটনে এই প্রথম এসেছি, বিক্রি ভালো  হচ্ছে, পরিবেশও খুব ভালো ৷

বগুড়া থেকে আসা জাতীয় পুরস্কারপ্রাপ্ত  নারী জয়ীতা কারুকার্য বুটিক হাউসের উদ্যোক্তা পারুল আক্তার বলেন, আমাদের বিক্রি খুবই ভালো হচ্ছে এবং মোহনপুর পর্যটন এলাকাটি খুবই চমৎকার৷ মোহনপুর পর্যটনে এসে আমার মনে হচ্ছে কক্সবাজার এসেছি৷ আমাদের পক্ষ থেকে মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কাজী মিজানুর রহমানকে ধন্যবাদ জানাই ৷  

এদিকে, মেলা প্রাঙ্গনে সকাল থেকেই চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন জেলা থেকে মোহনপুর পর্যটনে বেড়াতে আসা হাজার হাজার দর্শনার্থী মেলাস্থলে ভিড় করে তাদের পছন্দের জিনিস কিনতে দেখা গেছে৷ এছাড়া মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন এবং মেলার সার্বিক খোজখবর নেন মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ- কমিটির সদস্য, সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক মন্ডলীর  সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান, মোহনপুর পর্যটনের পরিচালক সংবাদ সারাবেলার নির্বাহী সম্পাদক ও মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মোহনপুর পর্যটনের জেনারেল ম্যানাজার কাজী মোহাম্মদ জাকির হোসেনসহ আরও অনেকে৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.