× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়: আফরোজা আব্বাস

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২২, ০৫:০১ এএম

‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এই স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা আফরোজা আব্বাস।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি'র আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বিএনপি নেত্রী রউফুন নাহার রিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা বুলবুল কলি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তসলিমা খাতুন ছন্দা, কৃষিবিষয়ক সম্পাদক ফারিয়া আক্তার প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা আফরোজা আব্বাস বলেন, সরকার ৩০ তারিখের নির্বাচন ২৯ তারিখ রাতে করেছে। আবার নির্বাচন কমিশন গঠন নিয়ে নাটক করছে। একটি ঘটনা আড়াল করতে আরেকটি ঘটনার জন্ম দেয় এই সরকার।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন যতবারই ত্বরান্বিত হয়, ততবারই করোনার দোহাই দিয়ে জনগণকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে সরকার। আসলে সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়। কারণ প্রতিটি সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি বলে দেয় বিএনপি জনগণের দল। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। সম্মেলনে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। তা না হলে এ সরকারকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে বলেই হুঁশিয়ার দেন বক্তারা।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চুয়াডাঙ্গা জেলা কমিটির ৫ সদস্যবিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি রউফুন নাহার রিনা, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছালমা জাহান ও সাংগঠনিক সম্পাদক নাছরিন আক্তার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.