× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঁকখালী নদীতে অসময়ে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

কক্সবাজার প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২২, ০০:০৭ এএম

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাট। সরকারি এই মৎস্য অবতরণকেন্দ্রে প্রতিদিন ভোর থেকেই বাড়ে ব্যস্ততা। গভীর সাগর থেকে মাছ নিয়ে ট্রলার ফেরার পর জমজমাট হয়ে উঠে বেচাকেনা। শীতের শেষদিকে এসে উল্লেখযোগ্যহারে ইলিশ ধরা পড়ছে সাগরে।

ঘাটে অন্যান্য মাছ থাকলেও অধিকাংশই ইলিশ। ৬শ' গ্রাম থেকে শুরু করে দুই কেজি ওজনের ইশিলও রয়েছে এখানে। যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২শ' টাকা পর্যন্ত।

জেলেরা বলছেন, মৌসুম না হলেও এবার সাগরে ধরা পড়েছে কাঙ্খিত ইলিশ। দামও পাওয়া যাচ্ছে আশানুরূপ। তাতে খুশি জেলে এবং ট্রলার মালিকরা। জেলার চাহিদা মিটিয়ে ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তাতে বেড়েছে রাজস্ব আদায়ও।

সংশ্লিষ্টরা জানান, জেলার চাহিদে মিটিয়ে ইলিশ পাঠানো হচ্ছে দেশের বিভিন্নস্থানে। প্রতি ট্রলার থেকে মাছ বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানান. প্রতিদিন গড়ে ৩০ মেট্রিকটন মাছ ঘাটে আসছে। তাতে বেড়েছে রাজস্ব। মৎস্য বিভাগের তথ্য বলছে, গত বছর জেলায় আহরণ হয়েছিলো ১৫ হাজার ২৫৬ মেট্রিকটন ইলিশ। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার মেট্রিকটন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.