× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি: খন্দকার মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২২, ০৫:২৬ এএম

রাজনীতির মাঠে আলোচিত শব্দ ‘খেলা’ নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'রাজনীতি আর খেলা এক না। আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। 


শনিবার কুমিল্লার টাউনহলে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ের নেতারা বলছেন খেলার কথা। আমরা বলি রাজনীতি আর খেলা এক না। আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। খেলা করি না।

‘এই ১৪ বছরে আওয়ামীলীগ গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে কাজ করছি।’

‘খেলা হবে’ শব্দ দুটির ব্যবহার শুরু করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকেই ব্যবহার করেছেন ওই স্লোগান। দেশের সীমানা পেরিয়ে এই স্লোগান পৌঁছে গেছে ভারতেও।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমনা নির্দোষ। বিনা কারণে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে সরকার। এতিমের দুই কোটি টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছে সরকার, সেই টাকা ব্যাংকে আছে। দুই কোটি টাকা আজ ১০ কোটি হয়েছে।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ মানুষ দিশেহারা। সাধারণ মানুষজনের চাওয়া নিরপেক্ষে নির্বাচন কমিশনের অধীনে ভোটে যাওয়া। এইসব অধিকার আদায়ে আমাদের গণসমাবেশের আয়োজন।

‘দেশে আয়োজিত আমাদের সমাবেশে সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারকে লালকার্ড দেখিয়েছে। যদি এই সরকার নিজ থেকে ক্ষমতা না ছেড়ে দেয় তাহলে জনগণ তাদেরকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।’

বিএনিপর এই নেতা বলেন, ‘কুমিল্লার সমাবেশ যেন সফল না হয় সে জন্য নেতাকর্মীদের বাড়ি গিয়ে সাদা পোষাকের আইনশৃঙ্খলা বাহিনী হুমকি দিচ্ছে। কৌশলে পরিবহন বন্ধ করা হচ্ছে। পথে পথে হয়রানি করা হচ্ছে। এসব হয়রানীকে উপক্ষো করে ইতিমধ্যে কুমিল্লায় এসে পৌঁছেছেন বিভিন্ন জেলার নেতা-কর্মীরা।’

খন্দকার মোশাররফ বলেন, ‘শনিবারের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। সমাবেশ সফল হবে। কোনো অপশক্তি সমাবেশকে ব্যর্থ করতে পারবে না।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘সকাল ১০টায় সমাবেশ শুরু হবে। বিকেল চারটার মধ্যেই শেষ হবে। ইতিমধ্যে নেতাকর্মীরা এসে গেছেন। শুক্রবার রাতের আগে সবাই চলে আসবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারি আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ দলটির শতাধিক নেতা-কর্মী। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.