× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক উত্তরাঞ্চলের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২২, ০৫:৫৬ এএম

সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কটি উত্তরাঞ্চলের অর্থনীতিতে পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে। প্রকল্পটিতে শিল্পায়নে বিপ্লব ঘটবে। আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে যা জিডিপিতে অবদান রাখবে।  আশা করছি  আগামী জুন মাসে এর শুভ উদ্বোধন করা হবে বলে জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শুক্রবার ( ২৫ শে নভেম্বর)  সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের যমুনানদীর তীরে ঘেঁষেগড়ে উঠা দেশের বৃহত্তম বিসিক শিল্পপার্ক পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, রাজশাহীসহ সারা বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান এই  বিসিক শিল্প পার্কের জমি প্লট নিতে  প্রস্তুত রয়েছেন। মোট ৪০০ একর জ‌মিতে ৮২৯ টি শিল্প প্লট কারখানার মাধ্যমে প্রায় এক লাখ লোকের কর্মস্থান সৃষ্টি হবে এই প্রকল্পে। আগামী জুনের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।

এ সময় পরিদর্শনকালে সন্মানিত অতিথি  উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মুহাঃ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ-(২) (সদর-কামারখন্দ) আসনের জাতীয়  সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  হাবিব‌ে মিল্লাত মুন্না, যুগ্মসচিব পদোন্নতি প্রাপ্ত  সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ,  পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার) (পিএমবার), জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।

এ সময়ে আরো  সিরাজগঞ্জ  বিসিক শিল্প পার্ক প্রকল্পের পরিচালক জাফর বায়েজীদ, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুর রহমান,  সহকারী প্রকৌশলী হিরন্ময় বদ্ধর্ন, টেকনিক্যাল অফিসার মোঃ মহিদুল হাসান সহ বিসিক  সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদারগণ  উপস্থিত ছিলেন।পরে  শিল্প মন্ত্রী সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে  বিসিক শিল্প পার্ক প্রকল্প এলাকায় বেশ কয়েকটি বৃক্ষের চারা রোপণ করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.