× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিপ্রবি’র সাথে জিজেইউএস’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

পটুয়াখালী প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২২, ০৭:৫৬ এএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)’র মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সাথে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০.৩০টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. মোহাম্মদ কামরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থ্যার পক্ষে ডাঃ মোঃ খলিলুর রহমান, উপ-পরিচালক  (টেকনিক্যাল) চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ চুক্তির মাধ্যমে ইফাদ ও পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত আরএমটিপি প্রকল্পের মূল লক্ষ্য প্রাণি হতে নিরাপদ খাদ্য (দুধ, ডিম ও মাংস) উৎপাদনে ও সঠিক মান নিশ্চতকরণে এবং গবাদি প্রাণির জ্যুনোটিক রোগসহ অন্যান্য রোগ নির্ণয়ে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও এ চুক্তির ফলে যুগোপযোগী গবেষণার দ্বারা দক্ষিণাঞ্চলের প্রাণিসম্পদের উন্নয়নে পবিপ্রবি’র মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগ এবং জিজেইউএস যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও  জিজেইউএস’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.