× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিরামপুরে বেগম রোকেয়া দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২২, ০১:১৯ এএম

‘সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২২ পালিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২২ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। 

এর আয়োজন করে প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়, সহযোগিতায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, মির্জাপুর, বেলডাঙ্গ, ব্রাক,বিওয়াই এফসি,ডেমোক্রেসি ওয়াচ, পল্লীবন্ধু পরিষদ, বন্ধন, এএসডিও, ডিভি স্বর্ণভূমি।

উপজেলা নির্বাহী অফিসার, পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খাইরুল ইসলাম রাজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মহিলা কলেজের অধ্যাপক মেসবাউল ইসলাম,আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, সফল খামারি জেসমিন আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিরামপুর সরকারী কলেজের ভারপ্রপ্ত অদ্বৈত্য কুমার, সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, দক্ষিণ উন্নয়ন ফ্রারামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লাইওন, সারা মারান্ডী নির্বাহী পরিচালক স্বর্ণ ভূমি উন্নয়ন সংস্থা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণসহ অনেকে। 

অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৪ জন নারী, শান্তি মুরমু, জেসমিন আরা, বেবি আক্তার, সাবেরী খাতুন, জনকে সংবর্ধনা দেয়া হয়। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.