× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২২, ০৫:৫০ এএম

বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ রায় ডিসি স্কয়ার মাঠে পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।পরে সোনালী ব্যাংক মোড়স্থ বঙ্গবন্ধু ভাস্কর্য সন্নিকটে মানববন্ধন  কর্মসূচী পালিত হয়। 

জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্ণীতি দমন ও প্রতিরোধে করনীয় শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মাদ  মাঈনুল হাসান, দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-পরিচালক  মোঃ মামুনুর রশীদ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ কবির হাসান, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পৌরসভার কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সর্বক্ষত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.