× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩৮ এএম

"দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শুক্রবার (৯ ডিসেম্বর) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শাহীনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল। অনুষ্ঠানটির সভাপতির দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট এসএম নওরোজ মোহিত। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি বাবুল সরদার।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, সমাজে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সম্মানিত করি, সে কারণে সমাজে দুর্নীতি বৃদ্ধি পায়। সরকার দুর্নীতি দমন কমিশন করেছে দুর্নীতি প্রতিরোধ করার জন্য। আসুন আমরা দুর্নীতি দমন কমিশনে এসে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দেই। আমরা সচেতন হই, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক এর সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সনাক এর সদস্য অধ্যাপক খান সালেহ আহমেদ, অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, অসীমা ঘোষ, যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি ইয়ামিন আলী, এডিডি'র সমন্বয়কারী এহসানুল হক সহ বিভিন্ন সংগঠনের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.