× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবাসীদের দেশের মাটিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান

বান্দরবান প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০২২, ০১:১৪ এএম । আপডেটঃ ১৮ ডিসেম্বর ২০২২, ০১:১৬ এএম

প্রবাসীরা যেসব টাকা দেশে পাঠান সেসব টাকা দিয়ে দেশের মাটিতে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসীরাও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন  বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

রবিবার (১৮ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স কক্ষে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্য করেন । 

তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যেক ব্যক্তিকে বিদেশ যেতে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে একজন দক্ষ কর্মী হয়ে বিদেশ যেতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানান পরিকল্পনা। তাই যারা বিদেশে গিয়ে কাজ করতে আগ্রহী তাদের দেশে দক্ষতার সাথে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে শুরু হয় আলোচনা সভা।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অনুষ্ঠানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইফুল ইসলাম,টিটিসির অধক্ষ্য প্রকৌশলী পলাশ বড়ুয়াসহ সরকারী -বেসরকারী কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভাশেষে বান্দরবান জেলার সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক এবং রেমিট্যান্স প্রদানকারী  বিপ্লব দাশ ও  নুমা উ মারমা কে  সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.