× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে সেতুর ধ্বসে যান চলাচল বন্ধ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০২২, ০২:১৮ এএম । আপডেটঃ ২০ ডিসেম্বর ২০২২, ০৫:৩২ এএম

মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট সেতুর অ্যাপ্রোচের ধলাই নদীর পাড়ের মাটি ধসে গেছে। 

ড্রেজার মেশিন দিয়ে চৈত্রঘাট সেতুর পাশ থেকে অপরিকল্পিত ভাবে ধলাই নদীর বালু উত্তোলনে মৌলভীবাজার টু শমসেরনগর সড়ক চৈত্রঘাট সেতুর ধসে যান চলাচল বন্ধ।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে চৈত্রঘাট সেতুর অ্যাপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। ভারী যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপিও বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে চৈত্রঘাট সেতুর পাশ থেকে ধলাই নদীর বালু উত্তোলন করা হয়। অধিক বালু উত্তোলনের ফলেই নদী পাড়ের মাটি ধসে গেছে। শুধু সেতুই নয়, নদীর পাড়ের প্রায় ১ কিলোমিটার জায়গা দিয়ে ফাটল দেখা দিয়েছে।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন বলেন, ‘সেতুটি অনেক পুরোনো। তবে হঠাৎ করে মাটি ধসে যাওয়ার কারণ জানা যায়নি। আগামী তিন চার দিনের মধ্যে অ্যাপ্রোচ মেরামত করা হবে। এ ছাড়া এখানে নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.