× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪ এএম

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উদযাপন উপলক্ষে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় পিটিএস রোডস্থ এসডিএ ট্রেনিং সেন্ট্রারে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেনের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার সৈকত মজুমদারের সঞ্চালনায় কর্মশাল প্রধান অতিথি হিসাবে  উদ্বোধন করেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল।
 
ইউএনএফপিএ ও বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালীর সহযোগিতায় বাস্তবায়ন সংস্থা এসডিএ এর আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিএ'র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির। কর্মশালার উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাউন্সিলর এ্যাডভোকেট কাজল বরন দাস, সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সাংবাদিক বিলাস দাস, আফরিন জাহান নিনা, সঞ্জয় কুমার দাস লিটু, আবদুস সালাম আরিফ, শাহাদাত হোসেন, মোজাহিদুল ইসলাম নান্নু প্রমুখ।

কর্মশালায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন বলে এসডিএ এর ট্রেনিং অফিসার সৈয়দা তানবিন জাহান। 

বক্তারা নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির জন্য সংবাদপত্র সামাজিক মিডিয়ার  সাংবাদিকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.