× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোয়ানকে চিংড়িঘের গুঁড়িয়ে দিল বনবিভাগ,সরকারী জায়গা দখলমুক্ত

কক্সবাজার প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৩, ০২:৩৯ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক বগাচতর এলাকায় প্যারাবনের শত শত বাইন গাছ কেটে ভূমিদস্যুদের নেতৃত্বে গড়ে উঠা চিংড়িঘেরে বাঁধ কেটে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করেছে বন বিভাগ। চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের আওতাধীন মহেশখালী গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে কালারমারছড়া বিট কর্মকর্তা নুরে আলম মিয়াসহ একদল সঙ্গীয় ফোস নিয়ে অভিযান পরিচালনা করা হয়। 

গত শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান। প্রায় ৭ ঘণ্টার অভিযানে ঘেরের বাঁধ কেটে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। এসময় গুটিয়ে দেওয়া হয় বাঁধ নিমার্ণের স্কেভেটার। 

দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারী প্যারাবনের বাইনগাছ কেটে প্রায় ৩শ একর জায়গায় চিংড়ি ঘের নির্মাণ করে আসছিল ওই ভূমিদস্যুরা।

অবশেষে সরকারী জায়গা দখলমুক্ত হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বনবিভাগের লোকজন। 

এ বিষয়ে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান, হোয়ানকের কালাগাজি পাড়ায় সরকারি প্যারাবনের প্রায় আড়াই হাজার ছোট-বড় বাইন গাছ কাটা হয়েছে। আর অভিযান চালিয়ে বাঁধ কেটে সরকারী জায়গা দখল মুক্ত করা হয় এবং জড়িতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে বলে জানান। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.