× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাগড়াছড়িতে ঢিলেঢালা ভাবে চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ এএম

 পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে।

রবিবার (১৫ জানুয়ারী) জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষে, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা খাগড়াছড়ি জেলায় এ অবরোধের ডাক দেয়। 
এ সময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকালের দিকে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে ইউপিডিএফ সমর্থকরা।

সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে মাটিরাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। 

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, মাটিরাঙ্গা থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশী প্রহরায় যান চলাচল স্বাভাকিক রাখা হয়েছে।




Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.