× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদকের নিরাপদ আখড়া সদরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মুন্সীগঞ্জ প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৩, ০৬:৪৬ এএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৩, ০৬:৪৭ এএম

মুন্সীগঞ্জ শ্রীনগর উপ‌জেলার ষোলঘর ইউ‌নিয়নের সদরামপুর ও কেয়টখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন মাদকের নিরাপদ আখড়া।‌ 

অনুসন্ধানে পাওয়া যায়, রাত হলেই নব নির্মিত স্কুলের ছাদে, মাদক সেবীদের আনাগোনা। দিন যতো গড়াচ্ছে স্কুলের কিছু বি‌শেষ অং‌শে মাদক সেবী‌দের আনা‌গোনায় সন্ধ্যার পর স্কুলটি অনিরাপদ হয়ে উঠছে।
মাদক ব্যবসায়ীদের টার্গেট স্কুল কলেজের ছাত্র, কিশোর, উঠতি বয়সী যুবক ও প্রবাসীদের সন্তান।
স্থানীয়রা জানান প্রতি‌টি পাড়া মহল্লায় র‌য়ে‌ছে মাদক একা‌ধিক মাদক সেবী। ইউ‌নিয়নের সদরামপুর ও কেয়টখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন মাদকের ওপেন স্প‌ট।

অভিভাবকদের  অভিযোগ ঢাকা থেকে এসে নিয়‌মিত মাদক বিক্রি ক‌রে। সিন্ডিকেটটি এতোটা বেপ‌রোয়া তা‌দের বিরুদ্ধে কিছু বল‌তে গে‌লে দল বল লেলিয়ে দেয়।
এছাড়াও ষোলঘরে এলাকায় ক‌য়েকজন বড় মা‌পের ডিলা‌র র‌য়ে‌ছে ব‌লে জানান এলাকাবাসী।এখা‌নে রাত দিন সমানতা‌লে মাদক বেচা‌ বিক্রি চলে।
এ ব্যাপারে সদরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শংকর বলেন, আমি কিছুই জানিনা। দপ্তরির কাছ থেকে জেনে বলতে পারবো। 

কেয়াটখালী স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমি ঢাকা থাকি। আমি এসে কি পাহারা দিবো। শ্রীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছির উদ্দীন বলেন, আমি প্রধান শিক্ষক কে বলেছি, স্কুল সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে সমাধান করতে। এত যদি ভালো সমাধান না হয়। তাহলে তাদের কে ধরে আইনের হাতে তুলে দিবো।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.