× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেহেরপুরে ভোক্তা অধিকারের আভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৩, ০৩:০৫ এএম

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের কারখানায় অভিযান চলিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি , খাবারে ব্যাবহার নিষেদ এমন উপাদান ব্যাবহার ও অবৈধভাবে বিএসটিআই এর লগো ব্যবহারের কারণে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

বুধবার দুপুর ১২টার সময় মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  সজল আহমেদ বলেন,  মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের কারখানায় অসাস্থকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি , খাবারে ব্যাবহার নিষেদ এমন উপাদান ব্যাবহার ও বিএসটিআই এর লাইসেন্স নেই অথচ বিএসটিআই এর লগো ব্যাবহারের কারনে আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের মালিক মো. রাসেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযান পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও র‌্যাব ১২-এর একটি টিম ।



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.