× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠাপুকুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৩, ০৯:২৮ এএম

মিঠাপুকুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল মেকানিক ও এক অটোচালকের মৃত্যু হয়েছেমৃত মোটরসাইকেল মেকানিকের নাম রওশন রায় (৩৫)তিনি বালুয়া মাসিমপুর ইউনিয়নের হরে কৃষ্ণপুর গ্রামের শ্রী প্রফুল্ল রায়ের ছেলেমৃত অটোচালকের নাম সোহেল মিয়া (২৬)তিনি সোহেল দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুর গ্রামের দুলা মিয়ার ছেলে

গতকাল বুধবার দিবাগত রাতে মোটরসাইকেল মেকানিক রওশন রায় দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে  মিঠাপুকুর-আফতাবগঞ্জ আঞ্চলিক সড়কের বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভাটারপাড়া নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। ভাটারপাড়া নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ বৃহষ্পতিবার নিজ এলাকার শ্মশানে তার শেষকৃত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালুয়া মাসিমপুর ইউপি চেয়ারম্যান শাহ্জাহান মিয়া শাহাজাদা।

 

অপর দুর্ঘটনাটি মঙ্গলবার সন্ধার দিকে অটোবাইক নিয়ে উপজেলার শঠিবাড়ী থেকে মিঠাপুকুরে যাচ্ছিল সোহেল। পথিমধ্যে দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুর এলাকায় আল ফারুক ইন্সটিটিউট সংলগ্ন রংপুর-ঢাকা মহসড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোবাইকটিকে ধাক্কা দেয়।এতে  অটোবাইক থেকে ছিটকে গিয়ে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন সোহেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ারকালে পথিম্যধ্যে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত সোহেলের লাশ গতকাল (বুধবার) সকালে  দাফন করা হয়েছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.