× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

লক্ষীপুর প্রতিনিধি

০২ মার্চ ২০২৩, ০৩:১৯ এএম

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে” এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে পালিত হলো জাতীয় ভোটার দিবস। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন, সদর উপজেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম চৌধুরী, জেলা সমাজ কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাব্বির আহমদ।

এসময় বক্তারা বলেন, ১৮ বছর বয়স হলে ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশী নাগরিক ছাড়া যাতে করে কেউ ভোটার না হতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.