× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদী মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

০২ মার্চ ২০২৩, ০৮:০৮ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে আজ ২ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে পৌরসভার চতুরঙ্গ মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হোসেন আজাদ, সাবেক ডীপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, শহীদ পরিবারের সন্তান মেস্তাাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আলী মোহাম্মদ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম নোমান প্রমূখ।

উক্ত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ২০২২ সালে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি স্বাধীনতার ৫২ বছর পর ২৫ জন অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য মনগড়া ভাবে রাতে-অন্ধকারে একটি তালিকা জামুকায় প্রেরণ করেছে। যার মধ্যে তৎকালীন পাকিস্তান সরকারের আমলে চাকুরীজীবিও রয়েছে। তারা এই অমুক্তিযোদ্ধার তালিকা অবিলম্বে বাতিল করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নিবাহী অফিসার আরিফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.