× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর প্রধান আকর্ষণ ‘টুনটুনি’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

০৪ মার্চ ২০২৩, ০৪:৪৬ এএম

খর্বাকার গরু টুনটুনি। প্রাণী প্রদর্শনী মেলায় উপস্থাপিত খর্বাকার গরুটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। গাজীপুরের শ্রীপুর সরকারী পাইলট  উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা।

শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর  উদ্দোগে অনুষ্ঠিত হয় এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা । মেলায় ৪০টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন প্রকার পশু পাখি।

জানা যায়,উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর  প্রাণী প্রদর্শনী মেলার আযোজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলামের ভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,স্থানীয় সাংসদ মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.মো. সামসুল আলম প্রধান,ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা অ’লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উকিল উদ্দিন,গাজীপুর জেলা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বাদশা প্রমুখ। 

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এ কে এম আতিকুর রহমান।

প্রদর্শনীর আকর্ষণ ছিল দেশের সবচাইতে খর্বাকার গরু টুনটুনি। গরুটির মালিক উপজেলার হায়াতখার চালা গ্রামের কৃষক আবুল কালাম। 

তিনি জানান, টুনটুনির উচ্চতা ৩২ ইঞ্চি, ওজন ২৫ কেজি, বয়স ৩ বছর। 

তার দাবি, এটি দেশের সবচাইতে খর্বাকার গরু। এছাড়া আকর্ষণীয় ছিল তেলিহাটি ইউনিয়নের ডিজাইন এগ্রো পার্কের দুই বছর বয়সী ১শ কেজি ওজনের দুম্বা,৮০ কেজি ওজনের গাড়ল,৩বছর বয়সী ১শ কেজি ওজনের ভুটানি গরু। প্রদর্শণীর ৪০টি স্টলে প্রদর্শীত হয় খামারী ও চাষীদের আকর্ষণীয় গরু, মহিস,ছাগল, ভেড়া,দুম্বা, গাড়ল,হাস,বিভিন্ন প্রজাতীর মুরগী, কবুতর,খরগোসসহ বিভিন্ন প্রজাতির পাখি। 

প্রদর্শন করা হয় বিভিন্ন ভেটেরিনারী ওষুধ কোম্পানীর ওষুধ, পশু-পাখি পালনের বিভিন্ন সরঞ্জাম।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.