× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগঞ্জে মামলা করায় কৃষকের স্বপ্নের প্রজেক্টের কলা গাছ কাটার অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

০৬ মার্চ ২০২৩, ০১:৩৩ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের ১৬ একর জমির সাড়ে চার হাজার কলা গাছ সহ বিভিন্ন প্রজাতির দশ হাজার গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ আরিফ হোসেন এর বিরুদ্ধে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক পরিবারটি। অভিযুক্ত আরিফ হোসেন উপজেলার ভোলাকোট ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা।

এদিকে কলা গাছের সাথে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

শনিবার গভীর রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের জাহিদুল ইসলাম জুয়েলের ক্ষেতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৫ মার্চ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এঘটনায় মামলার প্রন্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক জুয়েল। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বড় ভূইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূইয়ার ছেলে জাহিদুল ইসলাম জুয়েলের সাথে একই গ্রামের মাইঝের ভূইয়া বাড়ির ওবায়দুল হকের ছেলে তথ্য উদ্যোক্ত আরিফ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গত ১৩ ফেব্রুয়ারী কৃষক জুয়েলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আরিফকে আসামী করে ৫জনের নামে মামলা করেন। এরপর আরিফ ক্ষিপ্ত হয়ে মামলার বাকী আসামী মোহন, ফরিদ, কাদের, নিজাম উদ্দিন মানিক সহ ১০/১৫জনকে সাথে নিয়ে প্রকাশ্যে বিকেলে ঘোষনা দিয়ে রাতের আধাঁরে কৃষি প্রজেক্টের কলাগাছ, লেবু, কমলা, পেপে, বেগুনসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা কেটে সাবার করে দেন। 

অভিযুক্ত তথ্য উদ্যোক্তা মোঃ আরিফ হোসেন জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমি গত ৩দিন থেকে ঢাকায় আছি। গাছ গুলো কে বা কারা কেটেছে আমি জানি না। জুয়েল যে ১৬ একর সম্পত্তিতে গাছ গুলো লাগিয়েছে সে জায়গার মালিক ৩২ জন। তারা হয়তো কাটতে পারে। 

কৃষক জাহিদুল ইসলাম জানান, বেশ কয়েক বছর থেকে ব্যাংক থেকে লোন নিয়ে ধার কর্জ করে এ স্বপ্নের প্রজেক্ট দাড় করিয়েছি। আরিফ সন্ত্রাসী বাহিনী নিয়ে এক রাতেই আমার ১৬একর সাজানো প্রজেক্টের ১০হাজার গাছ কেটে দিয়ে ২০লাখ টাকার লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এমন বর্বর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।




Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.