× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহনপুরে অটোরিক্সার নির্বাচনী অফিস ভাংচুর, সমর্থকদের প্রাণনাশের হুমকি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১৪ মার্চ ২০২৩, ০০:১৯ এএম । আপডেটঃ ১৪ মার্চ ২০২৩, ০০:২৩ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপির উপ-নির্বাচনে অটোরিক্সার নির্বাচনী অফিস ভাংচুর ও সমর্থকদেরকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে ৷

সোমবার বিকেলে  মোহনপুর ইউনিয়নের মাথাভাংগা বাজারে অটোরিক্সার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটেছে ৷

অটোরিক্সার একাধিক সমর্থক জানান, সোমবার বিকেলে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের একটি মিছিল বাজারে প্রবেশ করে অটোরিক্সার অফিসে ঢুকে অফিস ভাংচুর করে এবং চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমানের ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলে  অফিস বন্ধ রাখতে বলে। অফিস খুললে অটোরিক্সার সমর্থকদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা ৷

অটোরিক্সার সমর্থকরা জানান, মোহনপুর ইউনিয়নের সর্বত্রই অটোরিক্সার জনপ্রিয়তা দেখে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে যাতে তারা ভোট কেন্দ্রে না যায় ৷

তারা আরো বলেন, মোটরসাইকেলের সমর্থকরা মোহনপুরের বিভিন্ন এলাকায় অটোরিক্সার ব্যানার, পোস্টার, ফেস্টুন ছিড়ে ফেলছে। ভয়ভীতি দেখিয়ে  অটোরিক্সা সমর্থকদেরকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে গত ২৪ ঘন্টায়  প্রতিপক্ষের হামলায় একজন ইউপি সদস্যসহ অটোরিক্সার ৯ সমর্থক আহত হয়েছেন ৷ তাছাড়া সংবাদ সংগ্রহকালে আমিনুল ইসলাম আল-আমিন নামে একজন সাংবাদিক গুরুতর আহত হন ৷

ইউপি নির্বাচনকে গিরে বর্তমানে মোহনপুরে থমথমে অবস্থা বিরাজ করায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ৷  সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে  তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং মানুষের জানমাল রক্ষায় বহিরাগতদের বিরুদ্ধে প্রয়োজনীয়  ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের  দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন  স্থানীয়রা৷


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.