× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহনপুর ইউপির উপ-নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত ২০

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১৪ মার্চ ২০২৩, ০৪:১৩ এএম । আপডেটঃ ১৪ মার্চ ২০২৩, ০৪:৩৫ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপির উপ- নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।  ভাংচুর করা হয়েছে ঘরবাড়ি। এসব ঘটনায়  উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভোটাররা ৷

জানা যায়, মোটর সাইকেলের প্রার্থী মোঃ হাবিবুর রহমানের  সমর্থক ও বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে হামলার শিকার হয়েছেন অটোরিক্সা প্রকীকের সমর্থক ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন, নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়কারী কাজী মোহাম্মদ জাকির হোসেন, আ.লীগ নেতা ফজলুল হক সরকার, অটোরিক্সার সমর্থক  কাজী হাসান, আলমগীর হোসেন ও তার স্ত্রী আসমা বেগম, প্রবাসী জাকির হোসেনের  স্ত্রী সারজিনাসহ কমপক্ষে ২০ জন ৷

আহতদের সবাই মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেথেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে আহতদের স্বজনরা জানিয়েছেন ৷ এছাড়াও সংবাদ সংগ্রকালে আমিনুল ইসলাম আল-আমিন নামে একজন সাংবাদিক মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়ে হাপাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

এদিকে  অটোরিক্সার সমর্থক সাবেক এক সেনাকর্মকর্তার বাড়ি গিয়ে তাকে না পেয়ে ওই সেনা কর্মকর্তার স্ত্রীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি হয়েছে ৷ বাড়ি ছেড়ে চলে না গেলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অন্যদিকে  বহিরাগত সন্ত্রাসীরা অটোরিক্সার অফিস ভাংচুর করে গভীর রাতে অটোরিক্সার সমর্থক ফুয়াদ, আনিছুর রহমান, জাকির হোসেনের বাড়িসহ ১০/ ১৫টি বাড়়ীতে হামলা করে ভাংচুর চালায়। 


স্থানীয়রা জানান, অটোরিক্সার গণজোয়ার দেখে প্রতিপক্ষ মোটরসাইকেলের সমর্থকরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। মূলত অটোরিক্সার বিজয়কে নস্যাত করতেই বহিরাগত  সন্ত্রাসীদের দিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করা হচ্ছে।  

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান বলেন, তিনটি ঘটনায় পৃথক তিনটি মামলার প্রস্তুতি চলছে। এসব ঘটনায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি৷

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরও করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.