× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধু সমাধিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার ৩ দিনের জন্য বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি

১৪ মার্চ ২০২৩, ০৭:৩২ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি প্রতিপালনের লক্ষ্যে

আগামী ১৫ থেকে ১৭ মার্চ এই ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

গতকাল সোমবার (১৩ মার্চ) জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত মতে ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য সমাধিসৌধে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও বলা হয়েছে, জন্মবার্ষিকী ও শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারবর্গ উপস্থিত থাকবেন। তাই গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নির্দেশে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। 

বঙ্গবন্ধু সমাধিসৌধে আগত দর্শনার্থীদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.