× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহনপুর ইউপি নির্বাচন

প্রতিপক্ষের হামলায় আহত ২০, বাড়িঘর ভাঙচুর

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১৪ মার্চ ২০২৩, ০৯:৩৭ এএম । আপডেটঃ ১৪ মার্চ ২০২৩, ১৬:১২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর  ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বাড়িঘর ভাঙচুরের ঘটনায় প্রাণহানির শন্কায় উদ্বিগ্ন ভোটাররা ৷

মোটরসাইকেলের প্রার্থী মো. হাবিবুর রহমানের সমর্থক ও তার ভাড়া করা বহিরাগত সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হন অটোরিকশা প্রতীকের সমর্থক ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন, নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়কারী কাজী মোহাম্মদ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, অটোরিকশার সমর্থক কাজী হাসান, আলমগীর হোসেন ও তার স্ত্রী আসমা বেগম, প্রবাসী জাকির হোসেনের স্ত্রী সারজিনাসহ কমপক্ষে ২০ জন ৷

আহত সবাই মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্বজনরা জানিয়েছেন ৷

এছাড়াও সংবাদ সংগ্রহকালে মোটরসাইকেল প্রার্থীর ভাড়া করা বহিরাগত সন্ত্রাসী দ্বারা আমিনুল ইসলাম আল-আমিন নামে একজন সাংবাদিক মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়ে পাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷

তাছাড়া পিপিএম পুলিশ পরিচয়ে অটোরিকশার সমর্থক সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বাড়ি গিয়ে তাকে না পেয়ে ওই সেনা কর্মকর্তার স্ত্রীকে বাড়িঘর ছেড়ে চলে যেতে বলেন ৷ বাড়িঘর ছেড়ে চলে না গেলে তাদেকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে ৷

এদিকে অটোরিকশার গণজোয়ার দেখে প্রতিপক্ষ মোটরসাইকেলের সমর্থকরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করে বহিরাগত সন্ত্রাসী দ্বারা ভোটকেন্দ্র দখল করে অটোরিকশার বিজয়কে ছিনিয়ে নিতেই উপনির্বাচনকে ঘিরে এমন উত্তেজনা চলছে বলে জানা যায় ৷

শুধু তাই নয় মোটরসাইকেল প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপদারের ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীরা অটোরিকশা প্রতীকের অফিস ভাঙচুর করে গভীর রাতে অটোরিকশার সমর্থক ফুয়াদ, আনিছুর রহমান, জাকির হোসেনের বাড়িসহ ১০/ ১৫টি বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর করে ৷

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান বলেন, তিনটি ঘটনায় পৃথক তিনটি মামলার প্রস্তুতি চলছে। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার সমর্থিত শাহীন খালাসী, আল আমিন ও কাজী শরীফসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি৷

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও অনুষ্ঠানের সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরও করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আরও পড়ুন

৭নং মোহনপুর ইউপি নির্বাচনে সহিংসতায় আহত পাঁচ, প্রাণহানির আশঙ্কা

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.