× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোবিপ্রবির প্রক্টর হলেন ইকবাল হোসেন

নোয়াখালী প্রতিনিধি

২১ মার্চ ২০২৩, ০৯:২০ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রক্টর হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন। 

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জানানো হয়।

সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে নবনিযুক্ত প্রক্টর মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনে প্রক্টর পদের দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন প্রক্টর হিসেবে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সহকারী প্রক্টর ছিলেন। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবেন বলে আমরা আশা প্রকাশ করছি।

প্রসঙ্গত, মোহাম্মদ ইকবাল হোসেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.