× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওমরাহ করতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

২২ মার্চ ২০২৩, ০০:১৮ এএম

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে আলা উদ্দিন (৫০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন। এ মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা ছিল।

গতকাল মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ওমরাহ শেষে বুকে ব্যাথা উঠলে হোটেল কক্ষে তিনি মারা যান।

নিহত আলা উদ্দিন নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত জালাল উদ্দীনের ছেলে। তার স্ত্রীসহ ১ ছেলে ৩ মেয়ে রয়েছে।

আলা উদ্দিনের সাথে থাকা সালা উদ্দিন নামের এক সৌদি প্রবাসী বলেন, তিনি খুব স্বাভাবিক ছিলেন। ইহরামের কাপড় পরিষ্কারের জন্য রুমে আসেন। এরপর বুকে ব্যাথা হলে আমরা এম্বাসির মাধ্যমে পুলিশ ও ডাক্তারকে খবর দেই। ডাক্তার এসে মৃত ঘোষণা করে। 

নিহতের ছেলে মোহাম্মদ তাওহীদুল ইসলাম বলেন, বাবা এই মাসেই বাড়িতে আসার কথা ছিল। দেশে আশার আগে ওমরাহ পালন করতে সৌদি গিয়েছেন। তিনি কুয়েতে আছেন ৪ বছর। এর আগে ওমান এবং তার আগে কুয়েত ছিলেন।

হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আলা উদ্দিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.