× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৩, ০৫:৫৭ এএম

সোমবার (২৪ এপ্রিল) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতেরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১) ও ভেড়ামারা উপজেলার বিআরবি ক্যাবলসের প্রকৌশলী রকিবুল আলমের ছেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী সিফাত উল্লাহ শিপু (২৬)।

এ ছাড়াও জেলায় অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, রবিবার রাতে বিভিন্ন সময় বিষাক্ত তরল দ্রব্য পান করে আশঙ্কাজনক অবস্থায় একে এক আট রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে শাহিন, রতন ও সিফাত নামে তিন জনের মৃত্যু হয়। বাকি পাঁচ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে তিন জনের মৃত্যু হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.