× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাগড়াছড়িতে আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা, আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি

২৬ মে ২০২৩, ১০:৩০ এএম

খাগড়াছড়িতে জনসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে ভাঙচুর হয়েছে কয়েকটি গাড়ি। 

হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি শহরের নারিকেল এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, উত্তেজনা বিরাজ করছে।

খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘দুপুর ২টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে নোমানের গাড়িবহরে এ হামলা চালানো হয়েছে।’

তবে বিএনপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেওয়ার সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে ইট ও পাটকেল ছোড়া হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

অপরদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ‘তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.