× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর হত্যার বিচার চেয়ে শিশুদের মানববন্ধন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

১৯ মার্চ ২০২২, ০৮:৫৭ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২২, ০৯:০৩ এএম

মানববন্ধন চলাকালে তোলা একটি ছবি। ছবি: সংবাদ সারাবেলা

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থী ইফতেখার মালেকুল মাশফি (৭) হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের পরিবার এ নিয়ে মুর্ষে  পড়েছে।

এদিকে মাশফি হত্যার বিচার চেয়ে উপজেলায় মানববন্ধন করেছে স্থানীয় শিশু-কিশোররা।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে খেলাঘর বোয়ালখালী শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, বন গোপাল দাশ, শরৎচন্দ্র বড়ুয়া, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, উপজেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য এখনো সামনে না আসায় নিহতের পরিবার হতাশ হয়ে পড়েছে।

নিহতের বড় ভাই মো. ইমতিয়াজ জানান, পুলিশ এখনো পর্যন্ত মাশফির খুনিকে শনাক্ত করতে পারেনি। আমরা দ্রুত এ ঘটনার বিচার দাবি করছি।

প্রসঙ্গত, গত শনিবার (৫ মার্চ) উপজেলার চরণদ্বীপ শেখ অছিয়র রহমান ফারুকী (ক.) এতিমখানা ও হেফজখানায় নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয় শিক্ষার্থী ইফতেখার মালেকুল মাশফিকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। যতদ্রুত সম্ভব ঘটনার রহস্য উন্মোচন করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.